السبت، 23 أغسطس 2025


শিরোনাম: রাস্তায় শুধুই বেড়াই

সাহিত্য ও শান্তির জন্য রয়েল ক্লাব

শিরোনাম: রাস্তায় শুধুই বেড়াই

কলমে:আবু ছায়েদ মেম্বার 

কবিতা:

শিরোনাম:ইচ্ছে করে দুঃখ দিলে 

কলমে:আবু ছায়েদ মেম্বার 

০৭/০৮/২০২৫

তুমি ইচ্ছা করে দুঃখ দিলে 

     হঠাৎ করলে মোরে পর,

দিনকাল কেমন যাচ্ছে মোর

    তুমি নিলেনা যে খবর। 


সুসময়ের সাথী তুমি ছিলে 

    আজ কেন কাছে নাই, 

লাভের বাটখারা সবাই নেয় 

   ক্ষতির বাঘের সাথি নাই।


ভুল তো আমার কিছুই নাই 

    সত্য কি তোমার জানা, 

হঠাৎ কেন তুমি চলে গেলে 

    হিসাব নিকাশ মিলে না। 


মনটাতে তোমার লোভ ছিল 

     অবশেষে প্রমাণ পাই 

লোভের মুহূর্তে পরেছ যে তুমি 

 আমি ব্যবহারে বুঝতে পাই। 


যেথায় আছো ভালো থাকো 

    তমি হয় বড় সুখী জন,

আমি যেমন আছি এরূপ থেকে 

      হয় যেন মোর মরণ।


আজব এই পৃথিবীতে মানুষ 

    ছিনার নাই কোন উপায়, 

স্বার্থ পেলে আপন পর কিছু 

   বুঝার কোন সাধ্য নাই।

ওয়াফা বদরনার ডকুমেন্টেশন



ليست هناك تعليقات:

إرسال تعليق