কবিতা:
শিরোনাম: অজান্তে বৃষ্টির ছোঁয়া
Royal Club for Literature and Peace
কবিতা:
শিরোনাম: অজান্তে বৃষ্টির ছোঁয়া
লেখক: আবু ছায়েদ মেম্বার
কবিতা:
শিরোনাম: অজান্তে বৃষ্টির ছোঁয়া
লেখক: আবু ছায়েদ মেম্বার
০৩/১১/২০২৪
হঠাৎ রিমঝিম বৃষ্টি
মেঘের গর্জন ঠান্ডা বাতাস
বিজলী পর বিজলী,
মনের জানালাটা খোলা ছিল
শিরশির করে ঠান্ডা বাতাস করছে প্রবেশ
কনা বৃষ্টি সন্ধানে স্পর্শ করে মোর হৃদয়।
আমি বুঝতে পারিনি
রিমঝিম বৃষ্টি ক্ষতবিক্ষত
করে ফেলবে জীবনটা আমার,
আমি কোথায় যেন বৃষ্টির স্পর্শতে
হারিয়ে যাই,উজার করে দেই জীবন যৌবন।
প্রতি বিজলীতে স্পর্শ
করতে থাকে আমার দেহটা
সামাল দিতে পারি না নিজেকে,
মনের সাগরে হা রে কি যে জোয়ার
জীবন যৌবন নিয়ে বাসতে থাকি সাগরে
বিন্দুমাত্র অপবাদের ভয় আসেনি মোর অন্তরে।
আমি কোথায় হারিয়ে যাই
লোক লজ্জার ভয় নাই মনে
বৃষ্টির স্পর্শ হতে রক্ষা করতে পারিনি
পারিনি অক্ষত রাখতে জীবন যৌবনকে,
কেমন করে বিলীন হল আমার জীবন যৌবন
আসলে আজ ভাবতে অনেকটা অবাক লাগছে।
সেই দিনের বৃষ্টিটা,
স্মৃতির পাতায় অক্ষত থাকবে
কখনো ভোলা যাবে না সে রাতের স্মৃতি
এমন করে প্রবেশ করবে আমার হৃদয়ে
আমার জানা ছিল না, নিজেকে রাখতে পারিনি
বৃষ্টির স্পর্শতে আমাকে আমি সামালতে পারিনি।
দীর্ঘ সময় থাকেনি
আমার মাঝে সে বাসনা
ক্ষনিকের তরে আসলো কেন
মনে যদি ছিল দীর্ঘ সময় থাকবে না,
আর ও ছিল প্রয়োজন,সে বুঝেছে ঠিক
তবুও কেন অল্প সময় চলে গেল গেল চলে,
আমার মনের বাব বাসনা সে বুঝি বুঝলো না।
documentation : Waffaa Badarneh


ليست هناك تعليقات:
إرسال تعليق