উপহার: “সময়হীনতার সংলাপ”
উপহার: “সময়হীনতার সংলাপ”
কলমে : নীলাভ
উপহার: “সময়হীনতার সংলাপ”
রাত পেরিয়ে ভোর আসে,
ভোর পেরিয়ে দিন,
দিন পেরিয়ে আবার রাত—
মানুষ ভাবে সময় এগিয়ে যাচ্ছে,
কিন্তু আসলে সময় কখনোই যায় না—
আমরাই কেবল ঘুরে বেড়াই তার চারপাশে।
কখনো দেখি,
এক পুরনো গানের সুরে আজকের কষ্টটা গলে যায়—
তখন বুঝি, সেই সুরটা এখনো জীবিত,
যেমন বেঁচে আছে আমাদের কোনো অপূর্ণ ভালোবাসা।
সময় এক নির্বাক সত্তা—
যে কেবল তাকিয়ে দেখে,
কে তার বাঁধন ভাঙতে পারে।
যে পারে,
সে-ই হয়ে ওঠে শিল্পী, কবি, বা প্রেমিক।
কারণ ভালোবাসা, কবিতা, স্বপ্ন—
এই তিন জিনিস সময়ের ক্যালেন্ডারে ধরা যায় না।
ওরা আসে,
যখন ঘড়ির কাঁটা থেমে যায় হৃদয়ের ভিতরে।
তুমি যদি কোনোদিন খুব একা অনুভব করো,
তবে চোখ বন্ধ করে এই কথাগুলো মনে রেখো—
“সময় তোমাকে ফেলে যায় না,
তুমি কেবল সময়ের বাইরে একটু থেমে গেছো।”
এই কথাগুলোই তোমার উপহার —
তোমার ভেতরের সেই মানুষটার জন্য,
যে এখনো সময়ের বাইরে দাঁড়িয়ে কিছু খুঁজে বেড়ায়—
অর্থ, সৌন্দর্য, আর অমরতার ছোঁয়া।
কলমে : নীলাভ
ঢাকা , বাংলাদেশ |
৩১/১০/২৫
ওয়াফা বদরনার ডকুমেন্টেশন


ليست هناك تعليقات:
إرسال تعليق