الأربعاء، 26 يوليو 2023


কবিতা :- গরীবের কান্না

Royal Club for Literature and Peace

কবিতা :- গরীবের কান্না

কবিতা :- গরীবের কান্না 

কলমে :- প্রদীপ হালদার

তারিখ :- ২৬.০৭.২০২৩

কলমে :- প্রদীপ হালদা

গরীব হয়ে জন্ম নেওয়াই 

মস্ত বড় এক পাপ,

খেয়ে না খেয়ে জীবন পাড়

এটাই যেন অভিশাপ।


গরীব মরে খেটেখুটে 

দুঃখ কষ্টে জীবনপাড়,

নিয়তি কি লিখেছে তার 

পেট পুরে পায়না আহার।


দু - মুঠো অন্ন যোগাতে

ঝড়ছে গায়ের ঘাম,

তবুও তারা ন‍্যায‍্য মূল্য 

পায়না তাহার দাম।


গরীবকে কেউ দেয়না মূল্য 

অর্থবিত্ত‍্যেই চিনে,

অত‍্যাচার আর জুলুমবাজি

বারছে দিনে দিনে।


সুস্থ সুন্দর জীবন গড়ার 

সবার সমান অধিকার,

তবে কেন গরীব মানুষ 

লাঞ্ছিত হয় বারবার।

      -: সমাপ্ত :-

( লেখক সর্বস্বত্ব সংরক্ষিত )

HE Amb Dr.Prodip Halder

Poet,writer,social activist 

Country Bangladesh

documentation:Waffaa Badarneh 





ليست هناك تعليقات:

إرسال تعليق