শিরোনাম :- বৃদ্ধাশ্রম
Real Club de Literatura y Paz
শিরোনাম :- বৃদ্ধাশ্রম
কলমে:- প্রদীপ হালদার
শিরোনাম :- বৃদ্ধাশ্রম
কলমে:- প্রদীপ হালদার
তারিখ :- ০৮/০৬/২০২৩
গরীবের ঘরে জন্মেছিলি খোকা
আমার ছোট্ট ঘরে,
আদর যত্নে রেখেছিলাম তোকে
মাথার মুকুট করে।
বাবা মায়ের ছিলো অভাব
ভাগ্যের পরিহাস,
তোকে সুখে রাখতে আমি
খেটেছি পরের দাস।
ভোর না হতে আমি জেগে
যেতাম পরের কাজে,
তোর মা তখন আঁচল দিয়ে
জড়াত বুকের মাঝে।
তোর যখন বয়স বছর পাঁচে
মা গেল তোর মরে,
তোকে নিয়েই জীবন খানি
রইলাম একা পড়ে।
লেখাপড়ায় উচ্চশিক্ষায়
করেছি তোমায় বিদ্বান,
এখন তুমি বলছ আমায়
কি আছে তার অবদান।
মেম সাহেবকে বিয়ে করে
থাকো ফ্ল্যাট বাড়ি,
বড় মাপের চাকরি করো
আছে গাড়ি বাড়ি।
বউমা একদিন খোকার কাছে
চুপ ইশারায় বলে,
তোমার বাবা থাকলে এখানে
আমি যাবো চলে।
বউমা বলে খোকার কাছে
আমি নাকি গেঁয়ো যম,
খোকা আমায় বউয়ের কথায়
পাঠায় বৃদ্ধাশ্রম।
বৃদ্ধাশ্রমের এক কোণেতে
হবে আমার বাস,
শেষ জীবনে বউয়ের কথায়
করলি সর্বনাশ।
যত্নে লালিত স্বপ্নগুলো
অযত্নে করিস না শেষ,
জীবন ভর ভালো থাকিস
আশীর্বাদ রইল অশেষ।
-: সমাপ্ত :-
documentation: Waffaa Badarneh


ليست هناك تعليقات:
إرسال تعليق