শিরোনাম: প্রথম দেখাতে আমি
সাহিত্য ও শান্তির জন্য রয়েল ক্লাব
শিরোনাম: প্রথম দেখাতে আমি
*** কবিতা: ***
শিরোনাম: প্রথম দেখাতে আমি
কলমে: আবু ছায়েদ মেম্বার
২৮/০৭/২০২৫
প্রথম দেখাতেনু আমি
তোমার প্রেমে পড়েছিলাম,
প্রথম যৌবনের পথে
আমি বাহিরিয়া এ জগতে,
হঠাৎ বাধিয়া গিয়েছিল
দুজনার নয়নে নয়ন।
তখন বিকেলের আলো
পড়ছিল মুখে দুজনার,
তখন কে জানে কারে
কে জানিত বা আপনারে,
আমি কি আর জানিতাম
প্রেমের যন্ত্রণা যে এমন।
সব প্রেম প্রেম নয়
ছিল না তো সে সংশয়,
বাস্তবে সব অভিনয়
আমারে কাছে টেনে নিয়ে,
তুমি অন্যকে ভালোবাসো
হৃদয়ে অন্যজনের আশ্রয়।
তোমায় পাব প্রত্যাশায়
মুখ তুলে চেয়েছিনু মুখে,
গাতিয়া ফুলের মালা হাতে
শত অপেক্ষার প্রহর গনি,
তোমায় পড়াবো বলে
প্রত্যাশায় আমার এ অন্তরে।
তুমি করিও না বঞ্চিত
পূরণ করো মনের প্রত্যাশা,
আমি শুধু তোমাকে সাদি
অন্যকে দেবার নেই আশা,
আমার তাকিতে পুণ্যকাল
প্রেম ভরিশন করিও তুমি
এই হৃদয় মনে প্রত্যাশা।
ডকুমেন্টেশন:
ওয়াফা বদরনা


ليست هناك تعليقات:
إرسال تعليق