চির নতুন ভালবাসা
Royal Club for Literature and Peace
চির নতুন ভালবাসা
Amb.Dr.Poet Kayes Sajib ]
চির নতুন ভালবাসা
অ্যাম্বা. ড. কবি কায়েস সজীব
[ Amb.Dr.Poet Kayes Sajib ]
দুজনের চির নতুন ভালবাসা
আমি তুমি মিলেমিশে দুজন
দুজনারে খুব আপন করে
এমন ভালোবাসবো
আমাদের ভালোবাসা নিয়ে পৃথিবীর
লোক মনে স্বরণ করবে আজীবন
আমি ভুলে যদি যাই তোমাকে
আমি হেরে যাবো
আর তুমি ভুলে গেলে
আমাকে তুমি হেরে যাবে
চলো দুজন আজ ওয়াদা ও কসম
করি এক সাথে জীবন কাটাবো
এক সাথে মরবো
আমি তোমার নাম বলে ঘুমাতে
যাবো আর তুমি আমার নাম বলে
সকালে ঘুম থেকে জেগে উঠবে
সারা পৃথিবী এক দিকে
আর আমি তুমি এক দিকে
ভয় করি না অপশক্তি
আমাদের হৃদয়ে থাকবে
শুধু ভালোবাসা
আমি তোমার হৃদয়ে
তুমি আমার হৃদয়ে
মিলে যাবো একাকার
হয়ে থাকবো জীবন ভর
চির নতুন ভালবাসা হয়ে
Country - Bangladesh 🇧🇩
documentation: Waffaa Badarneh


ليست هناك تعليقات:
إرسال تعليق