কবিতা প্রতিযোগিতা।
Royal Club for Literature and Peace
কবিতা প্রতিযোগিতা।
লেখক - এবিএম ডক্টর, জাহিদ সরদার।
কবিতা প্রতিযোগিতা।
শিরোনাম - মাটিতে পরেছে টিপ।
লেখক - এবিএম ডক্টর, জাহিদ সরদার।
দেশ - বাংলাদেশ 🇧🇩
ভাষা - বাংলা।
তারিখ- ছয় ভাদ্র, চৌদ্দশো ত্রিশ,বঙ্গাব্দ।
নিঃশব্দ! সমুদ্রের শান্ত জলে
শুয়ে ছিলাম সন্ধ্যা বাতি নিভিয়ে
ক্ষীণ জীবনের তৃষ্ণার্ত হৃদয়
জলে মিশিয়ে' ঘুমের রস আহরণে
আচমকা বিঁধলো তীর হৃদে
শান্তির ছলাৎ ছলাৎ কি'যে
ভাবলাম জলের বিয়ে
তাই সুখ দিয়েছে ঢেলে
জলের সাথে সর্বরঙের আলো
বুকের ধরপরানী বাড়িলো
জলের সমস্ত প্রানী ক্ষুধাহীন
শান্তির মিছিলে একত্রিত
পানকৌড়ি গাঙচিল বক সারিসারি
অভিনন্দনে মশগুল
আমার মস্তিষ্কের পথে বিচারন
থামলো আমার আঁখি মনিতে
হৃদঘরে টুংটাং বেল
নিশ্চুপ পৃথিবী
আঁখি খুলে দেখি
মাটিতে পরেছে টিপ
সবুজ পাতার আবডালে শাড়িতে ঢাকা
এতো রূপ হয়নি কালিতে লেখা
লজ্জায় জলে উদয় দ্বীপ
শুধু মাটিতে পরেছে বলে টিপ
( লেখক সর্বস্বত্ব সংরক্ষিত )
Date - 21 August 2023 English
documentation: Waffaa Badarneh


ليست هناك تعليقات:
إرسال تعليق