الخميس، 22 أغسطس 2024


শিরোনামঃ- প্রভু, তাকাও দয়ার দৃষ্টিতে 

Royal Club for Literature and Peace 

শিরোনামঃ- প্রভু, তাকাও দয়ার দৃষ্টিতে 

আঁচড়েঃ- সিকদার মোঃ ইয়াকুব আলী

দৈনিক কবিতা প্রতিযোগিতা 

শিরোনামঃ- প্রভু, তাকাও দয়ার দৃষ্টিতে 

আঁচড়েঃ- সিকদার মোঃ ইয়াকুব আলী 

তারিখঃ- ২৩/০৮/২০২৪ ইং

 

বাড়ছে পানি ছাড়ছে বাড়ীঘর

ভাসছে মানুষ বানে,

দালান কোঠা রাস্তা বাড়ীঘর 

ভাংছে স্রোতের টানে।


ভারতের পানি আর অতিবর্ষণে 

ফের বন্যা হলোযে শুরু,

ভাসছে পুরুষ, নারী, শিশু আর

ভাসছে ছাগল গরু।


লাখো মানুষ আজ গৃহহারা আর

পেটে নেইকো ভাত,

বানভাসি এই মানুষগুলোর আজ

মাথায় কেনগো হাত। 


ঘরের চালে আর গাছের ডালে

নেয় ক্ষণিকের আশ্রয়,

চক্ষে তাদের বাঁচার আকুতি আর

ঐ হৃদয় ভরা সংশয়।   


তাকিয়ে আছে ওরা হতাশ নয়নে 

দেশের মানুষের পানে,

জীবনটা বুঝি আজ যাবে হারিয়ে 

করুণ মৃত্যুর আহবানে। 


সম্পদশালী আর বিত্ত সামর্থ্যবান

আছেন যতো দেশবাসী, 

ক্ষুধ কাতুরে এই বন্যার্তদের তরে

আমি অনুদান প্রত্যাশী।


আসুন ছুটে সবে দু'হাত বাড়ায়ে

বানভাসিদের দুখ নাশে,

দানের হস্ত প্রসারিত করে সদা

দাঁড়াই তাদেরই পাশে।


হে আল্লাহ্, হে আরশের মালিক 

একোন্ গজব তব সৃষ্টিতে,

রহমতের নজর খুলিয়া হে প্রভু

তাকাও দয়ার দৃষ্টিতে।

documentation : Waffaa Badarneh 


ليست هناك تعليقات:

إرسال تعليق