কবিতা শিরোনাম ভুবন জুড়ে তুমি
সাহিত্য ও শান্তির জন্য রয়েল ক্লাব
কবিতা শিরোনাম ভুবন জুড়ে তুমি
কলমে রিপন শিকদার
কবিতা শিরোনাম ভুবন জুড়ে তুমি
কলমে রিপন শিকদার
তারিখ ৫/৮/২৫
তুমি আমার ভালোবাসা
ভুবন জুড়ে আছো তুমি,
আছি দুজনে আনন্দে মাতিয়া
অঙ্গ বিহন আলিঙ্গনে।
ফুলের গন্ধ ছড়িয়ে দিলে তুমি
মধু শেষ না হইতে নিশি হল শেষ,
ক্লান্ত, ফুলের গন্ধ পাওয়ার পরে
মন ভরিল তোমার ভালোবাসাতে।
তুমি আমার ভালোবাসা
তোমাকে বলেছিলাম আমি,
নিশি শেষ না হইতে ডাকিয়া দিও তুমি
বিভোর ঘুমিয়ে ছিলাম আমি
লোকে যদি বলে তোমাকে কলঙ্কিনী
লজ্জাতে মরিবো আমি,
খুঁচিয়ে দাও শব্দখানি
বড় মাল্য খানি বলাতে পরিয়ে দাও।
লোকজনের বলাবলি বন্ধ হবে
শান্তিতে থাকো তুমি।
ডকুমেন্টেশন: ওয়াফা বদরনা

ليست هناك تعليقات:
إرسال تعليق