শিরোনাম:- ঘনিয়ে আসে নিশি
সাহিত্য ও শান্তির জন্য রয়েল ক্লাব
শিরোনাম:- ঘনিয়ে আসে নিশি
কলমে:-শ্রী অলোক মণ্ডল
শিরোনাম:- ঘনিয়ে আসে নিশি
কলমে:-শ্রী অলোক মণ্ডল
------------------------------------
সে এক পড়ন্ত সন্ধ্যা বেলায়
ঘনিয়ে আসে নিশি,
আঁধারের বুকে নেই কেউ সুখে
যায় হারিয়ে দিসি।
ওঠে কোলাহল ভাসে হোলাহল
মৃত্যুর বাণ হাতে,
শিশু নর-নারী ভাঙে কত বাড়ি
ধ্বংসলীলায় মাতে।
ক্রন্দনের ধ্বনি হাহাকার শুনি
রক্তে ধরণী ভাসে,
অত্যাচারী খড়্গ দ্বিখন্ডিত শির
অট্টহাস্য যে হাসে।
কত নর-নারী প্রাণ দেহ ছাড়ি
ভূমিতে সব পরে,
অসহায় শিশু হারিয়ে-স্বজন
কত কান্না যে করে।
কত শত শিশু আরো নর-নারী
নিথর আছে পড়ে,
অবশিষ্ট যারা ভয়ে দিশেহারা
নয়নে অশ্রু ঝরে।
হাহাকার ধ্বনি ধ্বনিত বাতাসে
ধরণী কাঁপে থরে,
শান্তনার ভাষা হারিয়েছে সব
আপন বিয়োগে মরে।
সারা রাত চলে যুদ্ধ বাহু বলে
রক্তের স্রোত চলে,
প্রভাতের রবি আঁকেনী সে ছবি
গেছে সে অস্তা চলে।
আঁধারে করেছে সবকিছু গ্রাস
আসেনি রবি ফিরে,
যারা বেঁচে আছে অর্ধ মৃত হয়ে
জরা জীর্ণ সে নীড়ে।
সমাপ্ত
documentation : Waffaa Badarneh


ليست هناك تعليقات:
إرسال تعليق